২নং রসুলপুর ইউনিয়ন, গ্রাম- বলেয়া, কাহারোল, দিনাজপুর।
কিভাবে যাওয়া যায়: কাহারোল উপজেলা পরিষদ হইতে বলেয়া বাজার সংলগ্ন পূর্ণভবা দক্ষিণ পাশ্বে বলেয়া তীর্থ স্থানটি অবস্থিত অটোরিক্সা বা ভ্যানযোগে এখানে আসা যায়। এছাড়া বীরগঞ্জ ও বোচাগঞ্জ রোডে বলেয়া তীর্থস্থানে আসা যায় বাস, মাইক্রোবাস বা ভ্যানযোগে।
বলেয়া তীর্থস্থান এটি কাহারোল উপজেলা ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের বলেয়া পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। চৈত্র মাসে ৩দিন দিনব্যাপী এখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়। দূরদূরান্তের অনেক লোকজন এখানে মেলা দেখতে আসে। বিষেশ করে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে স্নান ও মাতা-পিতার স্বর্গীয় আত্মার মঙ্গল কামনা করেন।এছাড়া এখানে হরি মন্দিরও রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস