দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের দক্ষিন মহেশপুর মৌজায় লক্ষীন্দর পুকুরটি অবস্থিত। কাহারোল সদর থেকে ৩ কিলোমিটার উত্তর পার্শ্বে সাধুর বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে এই পুকুরটি যার আয়তন প্রায় ২৫ একর। পুকুরটির উত্তর পার্শ্বে ছোট আর একটি পুকুর রয়েছে, যার নাম সুকান খুড়ি। পুকুরটি মালিকায়ানা। পুকুরের মালিকের নাম মৃত আব্দুল খালেক খান। কথিত আছে এই পুকুরটি অনেক আগে এলাকার কোন এক মহারাজা এই পুকুরটি খনন করেন। পুকুরটির পশ্চিম ও পূর্ব পার্শ্বে ইটের তৈরি পুরাতন জোরাজীর্ন স্নান ঘাট এর ধ্বংসা বিশেষ রয়েছে। এতে অনুমান করা হয় প্রাচীন আমলে এখানে কোন রাজার প্রসাদ ছিল। পুকুরটির পূর্ব এবং পশ্চিম-দক্ষিন কোনে কয়েকটি বসতবাড়ী রয়েছে। অনেক দূর দূরান্তের ভ্রমন প্রিয়াসী পর্যটক এই পুকুরটি দেখতে আসে। মনোরম পরিবেশে অপার লীলায় পুকুরটি উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নকে আলোকৃত করে আছে। না দেখলে বিস্তাস করা যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস