কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের .৫ কিঃ মিঃ পশ্চিম পার্শ্বে দিনরঞ্জন রায় এর বাড়ীতে ঐতিহ্যবাহী বট গাছটি রয়েছে। এই ঐতিহ্যবাহী বট গাছটি আনুমানিক ১ একর জমির উপর বিস্তার করেছে, এই গাছটি প্রায় ৭০ বছর বয়স হয়েছে। যা দেখতে অনেক মানুষ এখানে আসে। ঐতিয্যবাহী বাট গাছটি অত্র ইউনিয়নকে আলোকৃত করে রেখেছেন। যা না দেখলে বিশ্বাস করা যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস