গ্রাম- কুষোট্টি, ডাকঘর- বলেয়া হাট,
উপজেলা- কাহারোল, জেলা- দিনাজপুর।সেবার তালিকাঃ
১। কমিউটিটি ক্লিনিক কার্য এলাকার সদ্য বিবাহিত সক্ষম দম্পতি ও গর্ভবতী মহিলাদের নিবন্ধকরণ করা হয়।
২। মায়েদের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা দেয়া হয়।
৩। কমিউনিটি ক্লিনিক আগত নবজাতক, শিশু, কিশোর, কিশোরী, যুবক, বুবতী, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধাগনের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
৪। ই,পি,আই কার্যক্রমের আওতায় শিশু ও মহিলাদের প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৫। সক্ষম দম্পতিগনকে পরিবার পরিকল্পনা সেবা প্রদনাসহ এই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করা হয়।
৬। সাধারণ রোগের চিকিৎসা, জ্বর, সর্দি, কাশি, সাধারন জখম, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি সীমিত নিরাময় সেবা প্রদান করা হয়।
৭। যক্ষ্মা, কুষ্ঠ, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি সংক্রামক রোগীদের উচ্চতর কেন্দ্রে ব্যবস্তাপত্র সহায়তা প্রদনা করা হয়।
৮। জরুরি ও গুরুতর রোগীদের চিকিৎসার জন্য উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা হয়।
৯। পুষ্টি, মাতৃদুদ্ধপান, পরিস্কার পরিচ্ছনতা ইত্যাদি বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
১০। শিশুর জন্য পুষ্টি পরামর্শ, ওজন পরিবীক্ষন, গর্ভকারীন ও প্রসূতী মায়ের পুষ্টিসেবা, মহিলা ও কিশোরীদের পুষ্টিসেবা, তীব্র ও মধ্য অপুষ্টি আক্রান্ত শিশুরি যথাযথ সেবাসহ অন্যান্য অপুষ্টি জনিত রোগের প্রতিরোধ ও প্রতিকার মূলক সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস